বিগ ব্যাশে নিউজিল্যান্ডের দল যুক্ত করার অভিনব প্রস্তাব ম্যাককালামের
অস্ট্রেলিয়ার ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরবর্তী আসর শুরু হতে এখনো বাকি সাত মাস। অথচ করোনাভাইরাসের কারণে এখন থেকেই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। করোনার প্রভাবে তখন বিদেশি ক্রিকেটার না পাওয়া গেলে কি করা যায় তা নিয়ে চলছে আলোচনা। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম দিয়েছেন নতুন এক বুদ্ধি।
অস্ট্রেলিয়ার একটি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে এই ব্যাটসম্যান প্রতিবেশী দেশ হিসেবে নিউজিল্যান্ড যেভাবে সমাধান করতে পারে, তার একটা রূপরেখা দিয়েছেন, ‘আগামী মৌসুমে বিদেশী খেলোয়াড়দের অভাব হতে পারে। তাই আমার মনে হয় বিগ ব্যাশে নিউজিল্যান্ডের একটি দল বা কিউই খেলোয়াড়দের স্থানীয় হিসেবে বিবেচনা করা যেতে পারে।’
আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তুমুল কদর থাকা ম্যাককালাম ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ খেলেছেন ৮ মৌসুম। তার মতে করোনার ঝুঁকিমুক্ত ও কাছাকাছি দেশ হওয়ায় টুর্নামেন্ট মানসম্মত করার চাহিদা মেটাতে পারে কিউই খেলোয়াড়রা, ‘এটা করা হলে এটা হবে সৃষ্টিশীল একটি আইডিয়া। আমার প্রস্তাব এক মৌসুমের জন্য এটা করা হোক। সফল হলে পরেও খেলার মান বাড়ানোর বিবেচনায় এটা থাকতে পারে।’
Comments