দিদারুল ও মিনহাজকে রমনা থানায় হস্তান্তর করেছে র্যাব
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্রচিন্তার সদস্য মো. দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নানকে সন্ধ্যায় রাজধানীর রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা থানার এসআই জামশেদুল আলম।
তিনি বলেন, ‘আজ বুধবার ইফতারির আগে দিদারুল এবং মিনহাজকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।’
এর আগে, গতকাল সন্ধ্যায় ঢাকার উত্তর বাড্ডা এলাকার বাসা থেকে দিদারুল ভূঁইয়াকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠে।
অনলাইনে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব।
মামলার আসামিরা হলেন- কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, লেখক ও ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, আসিফ মহিউদ্দীন।
আরও পড়ুন:
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার
Comments