কালিহাতীতে সৎ মাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে বৃদ্ধা সৎ মাকে মারধর ও জমি দখলের চেষ্টার অভিযোগে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় ওই স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তার ভাইসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন তাদের সৎ মা। মামলা দায়েরের পরে আজ বিকালে দুজনকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
জানা গেছে, আজ সকালে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ির জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সৎ মাকে মারধর করে তার রোপনকৃত গাছপালা কেটে নষ্ট করে ফেলে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই। আহত সৎ মা কালিহাতী সদর হাসপাতালে ভর্তি আছেন।
Comments