জুড়ী উপজেলা চেয়ারম্যানকে মন্ত্রণালয়ের শোকজ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে পোলট্রি খামারে হামলা, ভাঙচুর, ধান কাটার হারভেস্টার মেশিন ভাঙচুর এবং করোনা পরিস্থিতিতে গণজমায়েত সৃষ্টির অভিযোগে কারণ দর্শানোর চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২ শাখা) উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয় বলে আজ গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন।
গত ৪ মে মৌলভীবাজারের জেলা প্রশাসকের পাঠানো চিঠির সূত্র ধরে স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, ১ মে রাত ১০টায় উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের নেতৃত্বে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ‘বন্ধু পোলট্রি ফার্ম’ এ হামলা, ভাংচুর ও লুটপাট; ধান কাটার হারভেস্টার মেশিনের যন্ত্রপাতি ভাংচুর এবং করোনা ভাইরাস পরিস্থিতিতে গণজমায়াতের সৃষ্টি করা হয়। এ কারণে তাকে (উপজেলা চেয়ারম্যান) উপজেলা পরিষদ আইন-১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩ (খ) ও (গ) ধারা অনুযায়ী, কেন স্বীয় পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু করা হবে না-এ মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য চিঠিতে বলা হয়েছে।
গত ২ মে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে প্রধান আসামি করে পোলট্রি খামারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে জুড়ী থানায় মামলা করেন খামার মালিক দীনবন্ধু সেন।
এরপর গত ৪ মে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান ভূঁইয়া তার বাড়িতে থাকা হারভেস্টার মেশিনের যন্ত্রপাতি ভাংচুর ও লুটের ঘটনায় মোঈদ ফারুককে প্রধান আসামি করে ও আরও ৫ জনকে অভিযুক্ত করে জুড়ী থানায় পৃথক আরেকটি লিখিত অভিযোগ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বুধবার মুঠোফোনে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই চিঠির জবাব তিনি পাঠাবেন। এ ঘটনা নিয়ে তিনি ৪ মে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে একে প্রতিপক্ষের ‘চক্রান্ত’ বলে উল্লেখ করেন।
Comments