অনলাইন আড্ডা-ক্লাসের মাধ্যমে শিল্পীদের পাশে প্রাচ্যনাট

‘দূরে থেকেও জুড়ে থাকি এই আকালে’

করোনাকালে অনেক অসচ্ছ্বল শিল্পী দুঃসহ দিন কাটাচ্ছেন। এসব অসহায় মানুষদের সাহাযার্থে নাট্যদল প্রাচ্যনাট তহবিল সংগ্রহ করছে। এ জন্যে তারা বেছে নিয়েছে অনলাইন প্লাটফর্ম ফেসবুককে।

‘দূরে থেকেও জুড়ে থাকি এই আকালে’ শিরোনামে ফেসবুক লাইভ আড্ডা আয়োজন করে আসছে।

গত ২৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) এই আড্ডার আয়োজন চলছে। এর মধ্যে আড্ডায় যুক্ত হয়েছেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা-নাট্যকার আজাদ আবুল কালাম, সংগীতশিল্পী রাহুল আনন্দ, পরিচালক অনিমেষ আইচ ও সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

প্রাচ্যনাট্যের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম ইমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আড্ডার পাশাপাশি আমরা দলের আয়োজনে প্রতি সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাস শুরু করেছি। সেখানেও সারা দেশ থেকে আগ্রহীরা শিখতে পারবেন। এখানে শুধু দলের মানুষরাই না দলের বাইরের অনেকই শেখাবেন। অসচ্ছ্বল শিল্পীদের পাশে দাঁড়াতেই আমাদের এই আয়োজন।’

প্রাচ্যনাট স্কুল সবার জন্য উন্মুক্ত। এই ইন্টারেক্টিভ ক্লাসগুলো হচ্ছে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৪টায় প্রাচ্যনাটের ফেসবুক পেজে।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

16m ago