পাবনায় পরিবহন চালুর দাবিতে বিক্ষোভ
পাবনায় পরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোবাস চালক সমিতি।
আজ বৃহস্পতিবার সকালে স্বাধীনতা চত্বরের কাছ থেকে মিছিল ও পরে পাবনা প্রেসক্লাবের সামনে যেয়ে মানববন্ধন করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা শ্লোগান দেন, ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না।’
মানববন্ধনে তারা জানান, একের পর এক সব চালু করা হচ্ছে। কিন্তু, বন্ধ রাখা হয়েছে মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন। এতে মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। অবিলম্বে এসব চালকদের পরিবার
ও পরিজনদের দিকে মানবিক দৃষ্টি দিয়ে তা খুলে দেওয়ারবার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা মাইক্রোবাস চালক সমিতির সভাপতি জয়নাল হোসেন, সম্পাদক ইমরান হোসেন ।
শাহজাদপুরে মহাসড়ক অবরোধ
খাদ্য সহায়তা অথবা গণপরিবহণ চলাচল চালুর দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা।
গতকাল উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে মটর শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এ সময় সড়কের দু’পাশে শত শত ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন আটকা পরে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments