হাতিয়ায় ভিজিএফের চাল জব্দ, ইউপি সদস্যসহ আটক ২

জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ-এর চাল তাদের না দিয়ে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুত করার দায়ে নোয়াখালীর হাতিয়ায় এক ইউপি সদস্যসহ দুই জনকে আটক করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ার চরকিং জনতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ-এর চাল তাদের না দিয়ে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুত করার দায়ে নোয়াখালীর হাতিয়ায় এক ইউপি সদস্যসহ দুই জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চরকিং জনতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার সালাম।

আটককৃতরা হচ্ছেন হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন (৪০) ও চাল ব্যবসায়ী মো. ইউছুফ (৩২)। তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযানে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিবস্তায় ৫০ কেজি করে ৮০০ কেজি চাল রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হাতিয়া উপজেলা চরকিং ইউনিয়নে জেলেদের মধ্যে সকালে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি ছিল। প্রত্যেক জেলে ৪০ কেজি করে চাল পাওয়ার কথা। অভিযোগ ওঠে, ইউপি সদস্য ইকবাল হোসেন, কার্ডধারী ৩২২ জেলের জন্য বরাদ্দ ভিজিএফের চাল সবার মাঝে বিতরণ না করে ১৬ বস্তা চাল গোপনে চাল ব্যবসায়ী মো. ইউছুফের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হবে।



 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago