১১ জুন বাজেট ঘোষণা
আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ১১ জুন সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।
কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসছে জুন মাসে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট প্রণয়নে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। বাজেট প্রণয়নের আগে স্টেকহোল্ডাররা এখানে মতামত দিতে পারবেন।
বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে বলে মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।
Comments