ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায়
করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৯ টি ভ্রাম্যমাণ আদালত ৯৮ মামলাসহ ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ, ইসলামপুরসহ জেলার সকল উপজেলায় এসব অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনায় মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে। একইসঙ্গে ৩৩৩ প্রাপ্ত কল অনুযায়ী নবাবগঞ্জের উপজেলার ২০০, দোহারের কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ৪০০, মধ্যবিত্ত ৮০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও, টিসিবির বিক্রয়কেন্দ্র সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
Comments