লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৯ জনের করোনা শনাক্ত
লালমনিরহাট ও কুড়িগ্রামে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আজ সন্ধ্যায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় ও কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ১৯ জনের মধ্যে কুড়িগ্রামের ১০ জন ও লালমনিরহাটের নয় জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে কুড়িগ্রামে সদরের চার জন, ভুরুঙ্গামারীর তিন জন ও ফুলবাড়ীর তিন জন আছেন। অপরদিকে, লালমনিরহাটের আদিতমারীর আট জন ও হাতীবান্ধার এক জন আছেন।
Comments