করোনায় আক্রান্ত ১৫ শিক্ষানবিশ চিকিৎসক অনেকটা সুস্থ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষানবিশ ১৬ জন চিকিৎসকের মধ্যে ১৫ জন অনেকটা সেরে উঠেছেন। আজ শুক্রবার কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত হওয়ার ১২ দিন পরেও কোনো উপসর্গ দেখা দেয়নি। প্রথম নমুনা পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি একজনের সংক্রমণের উপসর্গ দেখা না দেওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।’
শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজে যোগ দিতে গত ১৮ এপ্রিল তারা ছুটি শেষে ফিরে আসেন। সতর্কতার অংশ হিসেবে ২২ এপ্রিল রাতে একজন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল থেকে ৭৮ জন শিক্ষানবিশ চিকিৎসককে হোস্টেলেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। সেই সঙ্গে সবার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রচুর নমুনা জমে যাওয়ায় ২৭ এপ্রিল এগুলো ঢাকায় পাঠানো হয়। ৪ মে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তাতে দেখা যায়, ১৬ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ১৫ জনের সংক্রমণের উপসর্গ দেখা না দেওয়ায় গতকাল আবারো তাদের নমুনা পরীক্ষা করা হয়।
ডা. শিশির রঞ্জন চক্রবর্তী আরও বলেন, ‘কয়েকদিন অপেক্ষা করে আমরা আবারো তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবো। পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে তারা সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করা যাবে।’
Comments