ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার কবিরপুর গ্রামে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুরাইয়া জাহান বলেন, ‘গতকাল সকালে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও কাশিসহ অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। করোনার লক্ষণ থাকায় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল। পরে সন্ধ্যার দিকে তিনি মারা যান।’
Comments