আপাতত করোনামুক্ত আখাউড়া

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা আখাউড়া উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে। এই উপজেলার করোনা আক্রান্ত ১৫ জনই সুস্থ হয়ে আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন।

আজ শুক্রবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, আখাউড়া উপজেলায় আক্রান্ত ১৫ জনের মধ্যে সর্বশেষ আজ সকালে এক নারী আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় বক্ষব্যাধি হাসপাতালে ২৮ দিন আইসোলেশনে ছিলেন। এই মুহূর্তে আখাউড়াতে আর কোনো করোনা রোগী নেই।

ইউএনও আরও জানান, আখাউড়ার আক্রান্ত ১৫ জনের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। এ ছাড়াও, করোনা সংক্রমণের শুরুর দিকে উপজেলার রাণীখার গ্রামের একজন আক্রান্ত হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী এখন নবীনগর উপজেলায়। এই উপজেলায় একই পরিবারের ১২ জনসহ মোট ১৬ জন আইসোলেশনে আছেন।

 

 

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

48m ago