রংপুরে ১২ পুলিশ সদস্যসহ ৩১ জনের করোনা শনাক্ত

রংপুরে পুলিশ, নার্স, ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩১ জনের করোনা শনাক্ত হয়ে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

রংপুরে পুলিশ, নার্স, ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩১ জনের করোনা শনাক্ত হয়ে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, আক্রান্তরা সবাই রংপুর জেলার বাসিন্দা।

এর মধ্যে, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার নয় জনসহ ১২ পুলিশ সদস্য, রমেক হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের ৪৫ বছর বয়সী সিনিয়র স্টাফ নার্স ও রংপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের ৪০ বছর বয়সী এক টেকনোলজিস্ট রয়েছেন।

এ ছাড়া, আক্রান্তদের মধ্যে সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখায় কর্মরত রংপুরের তিন বাসিন্দা, নগরীর শালবন এলাকার একই পরিবারের ১৮ বছরের এক কিশোর, ১২ বছর বয়সী এক শিশু, ৭২ বছরের এক বৃদ্ধাসহ পাঁচ জন, নগরীর কারুপণ্য ফ্যাক্টরি লিমিটেডের এক কর্মকর্তা (৪৩) রয়েছেন।

তিনি জানান, আজকের ৩১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০ জনে।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৪ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত সাত জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

অপরদিকে, আজ শুক্রবার দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষায় সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলার পাঁচ ও দিনাজপুরের দুজন রয়েছেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ৩৮ জন শনাক্ত হলো এবং আট জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০০ জনে। সুস্থ রোগীর সংখ্যা ৪৬ জন ও মারা গেছেন তিন জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১৩ জন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago