করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ২ লাখ ৭৪ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে ৭৭ হাজার

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩৯ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ।
Corona-USA
সুরক্ষা পোশাক পরে রয়েছেন নিউইয়র্কের একটি হাসপাতালের নার্সরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩৯ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৮ হাজার ৮০ জন এবং মারা গেছেন ২ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৫২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮৩ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ৭৭ হাজার ১৮০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৯৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৫৭ জন এবং মারা গেছেন ২৬ হাজার ২৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ১৪৮ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ হাজার ৩১৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৬২৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৯৭ জন।

এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন, মারা গেছেন ৩০ হাজার ২০১ জন এবং সুস্থ হয়েছেন ৯৯ হাজার ২৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২০২ জন, মারা গেছেন ২৬ হাজার ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৮৯২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৮৮ জন, মারা গেছেন ৭ হাজার ৫১০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৯১ জন, মারা গেছেন ৬ হাজার ৫৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৮৩৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন, মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৩৯৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৭৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৯৩ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন, মারা গেছেন ১ হাজার ৭২৩ জন এবং সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৪ জন, মারা গেছেন ১০ হাজার ১৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ হাজার ২৯৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২০৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago