চীনা সাংবাদিকদের জন্য ভিসাপ্রাপ্তির নিয়ম কঠিন করল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারি নিয়ে দু’দেশের চলমান উত্তেজনার মধ্যে এবার চীনের সাংবাদিকদের জন্য ভিসা প্রাপ্তির নিয়ম আরও কঠিন করল যুক্তরাষ্ট্র।
USA-CHINA.jpg
ছবি: রয়টার্স

করোনাভাইরাস মহামারি নিয়ে দু’দেশের চলমান উত্তেজনার মধ্যে এবার চীনের সাংবাদিকদের জন্য ভিসা প্রাপ্তির নিয়ম আরও কঠিন করল যুক্তরাষ্ট্র। 

গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন সাংবাদিকদের সঙ্গে চীনের বাজে আচরণের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত কয়েকমাস ধরেই একে অপরের সাংবাদিকদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে চীন ও যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে মার্কিন তিন সংবাদপত্রের তিন জন সাংবাদিককে বহিষ্কার করেছিল চীন। এ ঘটনার এক মাস পর যুক্তরাষ্ট্র জানায়, চীনের রাষ্ট্রীয় পাঁচটি গণমাধ্যমকে এখন থেকে বিদেশি দূতাবাসের মতো নজরদারির আওতায় রাখা হবে। এর একদিন পর চীনের ওপর ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মতামতকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে সংবাদপত্রটির তিন জন সাংবাদিককে (দুজন মার্কিন ও একজন অস্ট্রেলিয়ান) বহিস্কার করে বেইজিং।

চীনের এমন কর্মকাণ্ডকে ‘স্বাধীন সাংবাদিকতার দমন’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

চীনা সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির নতুন নিয়ম আগামী সোমবার থেকে কার্যকর হবে। এখন থেকে মাত্র ৯০ দিনের জন্য সীমিত সংখ্যক সাংবাদিককে এই ভিসা দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago