ঝিনাইদহে বাবা-ছেলেসহ ৪ জনের করোনা শনাক্ত
ঝিনাইদহে বাবা-ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নয় চিকিৎসকসহ ২১ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী।
আজ শনিবার জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে পাঠানো ৪৭টি নমুনার ফলাফলের মধ্যে চারটি পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে সদর হাসপাতালের এক মেডিকেল কর্মকর্তা, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের এক সেবিকা ও কোটচাঁদপুর উপজেলায় রিকশাচালক বাবা ও তার ছেলে রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, কোটচাঁদপুরে আক্রান্ত দুই জনের বাড়ি জগদীশপুর গ্রামে। তারা পুরো পরিবারই নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাদেরকে জগদীশপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।
Comments