চাঁদপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা সেবা
সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁদপুরে শুরু হয়েছে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা সেবা।
আজ শনিবার সকাল ৮টা থেকে চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৩৫ ফিল্ড এ্যম্বুলেন্সের ব্যবস্থাপনায় জনসাধারণকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া শুরু করেছে। এ জন্য সেনাবাহিনীর চিকিৎসক, প্যারেমেডিকসহ ছয়জনের একটি চিকিৎসকদল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়োজিত থাকছেন।
এ বিষয়ে লে. কর্নেল নাজমুল হুদা খান বলেন, ‘আমরা কুমিল্লা এরিয়ার এই ভ্রাম্যমান চিকিৎসকদল আটটি দলে ভাগ হয়ে ছয়টি জেলার ২৬ জায়গায় এখন থেকে করোনা মহামারি শেষ হওয়া পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাব। এর মধ্যে চাঁদপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন ডা. আয়েশা সিদ্দিকাসহ ছয়জনের একটি দল কাজ করবেন। এর জন্য আমরা সব ধরনের ওষুধপত্র নিয়ে এসেছি। তবে জটিল কোনো রোগির ক্ষেত্রে স্থানীয় সরকারি হাসপাতালের সহায়তা নেব।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে করোনা মহামারির কারণে অনেক রোগী প্রাথমিক চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। মানুষের ভীতি দূর করতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শপূর্বক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানসহ তাদের সেবাদানের লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।’
Comments