পঞ্চগড়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে ঘরে ফিরল ৪৮ শ্রমিক
পঞ্চগড়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছে কুমিল্লাফেরত ৪৮ শ্রমিক। গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার জগদল ডিগ্রী কলেজে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ছাড়পত্র দেয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান শ্রমিকদের হাতে একটি করে গোলাপ ফুল ও বাড়ি ফেরার ভাড়া বাবদ নগদ অর্থসহায়তা প্রদান করেন। কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী বলেন, ‘শ্রমিকরা পঞ্চগড় থেকে পল্লী বিদ্যুতের কাজ করার জন্য কুমিল্লা জেলায় গিয়েছিল। কিন্তু, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে কর্মহীন হয়ে পড়েন তারা। সেখানে মানবেতর জীবন-যাপন করছিলেন। পরে তাদের স্বজনরা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের কাছে তাদের ফিরিয়ে আনার অনুরোধ করেন। পরে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের নিয়ে আসার ব্যবস্থা করেন।’
গত ২৪ এপ্রিল চারটি মাইক্রোবাসে তারা পঞ্চগড়ে ফিরে আসেন। ওইদিন সন্ধ্যায় জগদল ডিগ্রী কলেজের চার তলা একাডেমিক ভবনে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করে জেলা প্রশাসন।
Comments