করোনামুক্ত চাঁদপুরের ইউএনও বৈশাখী
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনামুক্ত বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
আজ শনিবার তিনি বলেন, ‘বৈশাখী বড়ুয়ার পরপর তিন বার করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে প্রথমবার পজিটিভ এলেও পরের দুই বার নেগেটিভ আসে। তাই তাকে আমরা করোনামুক্ত ঘোষণা করেছি।’
গত ২৭ এপ্রিল ইউএনও বৈশাখী বড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয়। শিশু হাসপাতালে পরীক্ষার পর ২৯ এপ্রিল পরীক্ষার প্রতিবেদনে জানা যায় তিনি করোনা আক্রান্ত। সে সময় এক করোনা রোগীর বাড়ি লকডাউনে ব্যস্ত ছিলেন তিনি। এরপরই প্রশাসনের নির্দেশে নিজ বাসভবনে কোয়ারেন্টিনে চলে যান তিনি।
তবে উপসর্গ না থাকায় কর্তৃপক্ষ আরও নিশ্চিত হতে ওই দিনই আবার তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)পাঠানো হয়। ৬ মে সেই রিপোর্টে করোনা নেগেটিভ আসে বৈশাখীর।
আরও পড়ুন:
দুই দিনের ব্যবধানে বদলে গেল ইউএনও’র করোনা পরীক্ষার রিপোর্ট
করোনা রোগীর বাড়ি লকডাউনের সময় ইউএনও জানলেন নিজেই আক্রান্ত
Comments