চাঁদপুরের শপিংমল ও দোকান খোলার সিদ্ধান্ত কাল জানাবেন ব্যবসায়ীরা
ঈদকে সামনে রেখে সীমিত আকারে আগামীকাল থেকে দোকান খোলার সুযোগ দিয়েছে সরকার। কিন্তু, চাঁদপুরের শপিংমল ও দোকান চালু হবে নাকি বন্ধ থাকবে সে সিদ্ধান্ত এখনও জানাতে পারেননি ব্যবসায়ীরা। আগামীকাল সকালের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন।
আজ শনিবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যবসায়ীর জরুরি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এতে সভাপতিত্ব করেন।
ওই সভায় বলা, যারা শপিংমল, বিপণিবিতান খুলবেন তাদের সরকারি নির্দেশনা মেনে চালতে হবে। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন তাদের কর্মচারীদের সরকারি প্রণোদনা দেওয়া হবে।
সভায় ব্যবসায়ীরা জানান, শপিংমল ও মার্কেট ব্যবসায়ীরা রাতের বসে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল সকালের মধ্যে জানাবেন।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, জেলা মার্কেটিং কর্মকর্তা রেজাউল ইসলামসহ শপিংমল, বিপণিবিতান ও মার্কেট ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ঈদের আগে খুলছে না সিলেটের বিপণিবিতান
Comments