গাজীপুরে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার, আটক ২
গাজীপুর সদর উপজেলা থেকে অপহৃত ছয় বছরের শিশু শারমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের ৩ লাখ টাকা না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার বিকেলে উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে শারমিন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘের বাজার এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন জাহাঙ্গীর আলম। সেখানে একটি খাবার হোটেলের ব্যবসা করেন তিনি। আজ সকালে নিখোঁজ হয় শারমিন। এ সময়ে জাহাঙ্গীরের মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা শারমিনকে খুঁজতে খুঁজতে প্রতিবেশী এক ভাড়া বাসার টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অপহরণের পর শিশুটির বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে। পরে মরদেহ অপহরণকারীদের ভাড়া বাসার টয়লেটে লুকিয়ে রাখে। এ ঘটনায় মাহবুব ও রাব্বি নামের দুই যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments