জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে হত্যা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আনোয়ার হোসেন শামীম (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ রবিবার ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত ১১টার উপজেলার দাশড়া সরাইল গ্রামে এই হত্যাকাণ্ড হয়। আনোয়ার হোসেন উপজেলার সরাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
সিদ্দিকুর রহমান আরও বলেন, রাতে ওষুধের দোকান বন্ধ করে স্থানীয় মনঝার বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির কাছেই তাকে ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments