ঝিনাইদহে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুরে ট্রাকচাপায় লুৎফর রহমান (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও একজন।
আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লুৎফর রহমান ওই উপজেলার আলমপুর গ্রামের নিয়ত আলীর ছেলে ও আজমপুর ইউনিয়নের সদস্য ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান বলেন, ‘ইউপি সদস্য লুৎফর রহমান ও সমাজকর্মী আব্দুল কুদ্দুস মোটরসাইকেলে করে মহেশপুর শহর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন।’
‘পথে ভালাইপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।’
‘সে সময় আবদুল কুদ্দুস আহত হন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাকে উদ্ধার করে মহেশপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।
Comments