করোনা রোগীর বাড়িতে পুলিশের ঈদ উপহার

করোনা রোগীর বাড়িতে খাবার ও ঈদ উপহার হিসেবে নতুন পোশাক পৌঁছে দিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের ১৩ বছর বয়সী করোনা রোগীর বাড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উপহার পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় করোনা রোগীর পরিবারের বইছে আনন্দের বন্যা।
করোনায় আক্রান্ত ওই কিশোরের (১৩) বাবা অটোরিকশা চালক বেলাল হোসেন বলেন, ‘এই বিপদের সময় এসপি সাহেবের এ উপহার আমাদের জন্য অনেক বড় পাওয়া।’ তিনি জেলা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘করোনায় আক্রান্ত শিশুটির পরিবার খুবই গরিব। বর্তমানে তার পরিবারের সদস্যরা আইসোলেশনে আছেন। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে জেলা পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।’
‘এর মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিভিন্ন জাতের ফল, শুকনো খাবার ও নতুন জামা’ উল্লেখ করে তিনি বলেন, ‘অসহায় দরিদ্রদের সেবায় জেলা পুলিশ সবসময় কাজ করে যাবে।’
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল ১৩ বছর বয়সী ওই কিশোরের বাবা-মাসহ তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। গত ৬ মে ওই কিশোরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই কিশোর ও তার পরিবারের সদস্যদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Comments