রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ২ জনের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ
রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত চার জনের মধ্যে আজ দুজনের দ্বিতীয়বার পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ।
আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন বিপাশ খীসা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ৬ মে রাঙ্গামাটিতে চার জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে ৯ মাস বয়সী শিশু ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একজন সিনিয়র নার্স ছিলেন।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল জানান, আজ হাসপাতালের সিনিয়র নার্স এবং ৫০ বছর বয়সী শহরের মোল্লাপাড়া এলাকার একজনের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি বলেন, ‘ওই নার্সের সংস্পর্শে আসা আরও নয় জন ডাক্তার ও নার্সের নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভে এসেছে। যা আমাদের জন্য সুখবর। আমরা নার্সের সংস্পর্শে আসা ডাক্তার ও নার্সদের নিয়ে চিন্তিত ছিলাম। ইতিমধ্যে যাদের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ এসেছে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে তৃতীয় পরীক্ষার জন্য পাঠিয়েছি।’
যে চার জনের করোনা শনাক্ত হয়েছে তাদেরকে হোম আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সবাই সুস্থ আছেন বলেও যোগ করেন তিনি।
Comments