মেঘনায় চিংড়ির রেণু ধরার অভিযোগে ৩২ জেলেকে কারাদণ্ড

বরিশালে মেঘনা নদী থেকে ৩২ জেলেকে ট্রলার ও বাগদা চিংড়ির রেণু ধরার সরঞ্জামসহ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেদের এক মাস থেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত

বরিশালে মেঘনা নদী থেকে ৩২ জেলেকে ট্রলার ও বাগদা চিংড়ির রেণু ধরার সরঞ্জামসহ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেদের এক মাস থেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার ভোরে হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এমভি পারিজাত অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় মণ্ডল জানান, শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা লঞ্চঘাটের কাছাকাছি মেঘনা থেকে বাগদা চিংড়ির রেণু ধরার প্রস্তুতি নিচ্ছিল তারা। এ সময় ৩২ জেলেকে একটি ট্রলার, ১০ টি বালতি ও ১৫ টি গামলাসহ আটক করা হয়। তারা মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর গ্রাম থেকে বাগদা চিংড়ির রেণু ধরতে আসছিল। আটকের পরে তাদের হিজলা উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, হিজলার ইউএনও মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ৩১ জেলেকে এক মাসের জেল এবং অন্য এক জনকে এক বছরের জন্য কারাদণ্ড দেন।

Comments