কক্সবাজারে আরও ১০ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে আরও দশ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষায় ওই দশ জনের রিপোর্ট পজিটিভ আসে।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে আরও দশ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে  ১২৫ জনের নমুনা পরীক্ষায় ওই দশ জনের রিপোর্ট পজিটিভ আসে।

কক্সসবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে  চকরিয়ার এক,  উখিয়ার এক, সদরের ছয় ও পেকুয়ার দুই জন আছেন। কক্সবাজার জেলার মধ্যে এখনও পর্যন্ত সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা করোনাভাইরাসমুক্ত আছে।

গত ২ এপ্রিল থেকে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত দুই হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ৯৭ জনের  মধ্যে  ৯১জন কক্সবাজার জেলা, পাঁচ জন বান্দরবান জেলা ও এক জন  চট্টগ্রাম  জেলার বাসিন্দা।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago