ঈদের আগে খুলছে না রাঙামাটির বিপণিবিতান

ছবি: এনভিল চাকমা

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শপিংমল খোলার সরকারি নির্দেশনা থাকলেও মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে রাঙামাটির সব শপিংমল, শোরুম, ব্রান্ডশপ, মার্কেট বন্ধ রাখা হয়। আগামী ঈদুল ফিতর পর্যন্ত রাঙামাটির সব শপিংমল বন্ধ থাকবে।

রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতি ও বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. আবু সৈয়দ এ তথ্য জানান।

আজ রবিবার সকাল ১১ টার দিকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ছোট-বড় সব ধরনের মার্কেট বন্ধ ছিল।

বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এস জাহান লিটন বলেন, ‘রাঙামাটিতে গত ৬ মে চার জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার আরও বাড়তে পারে। এ কারণে সবাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই পরিবার ও ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ক্রেতা ও ব্যবসায়ীদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান এই ব্যবসায়ী।  

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

21h ago