করোনা জয় করে বাড়ি ফিরেছেন জয়পুরহাটের ৪ জন
জয়পুরহাটে প্রথম বারের মতো চার করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টার থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাদের বিদায় জানানো হয়। একইসঙ্গে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এদের মধ্যে দুই জন হলেন কালাই উপজেলার ও বাকি দুই জন পাঁচবিবি উপজেলার। রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তারা বাড়ি ফিরে যান।
জয়পুরহাট সিভিল সার্জন ডা সেলিম মিঞা জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে জয়পুরহাটে প্রথম ওই চারজন করোনা আক্রান্ত হন। পরে তাদের আইসোলেশন সেন্টারে ২৩ দিন চিকিৎসার পর প্রত্যেকের দু’দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে। এরপর তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
ছাড়পত্র পাওয়া এক ব্যক্তি জানান, প্রথমে পজিটিভ হওয়ার খবর শোনার পর খুব ভয় পেয়েছিলেন। কিন্তু গত ২৩ দিন আইসোলেশন সেন্টারে থাকার পর আমরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। এখন বাড়ি ফেরার পালা। হাসপাতালের চিকিৎসা ও সেবা দুটোই ভালো। সময়মতো চিকিৎসা পেয়েছি। কোন অসুবিধা হয়নি।
এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ জন।
Comments