করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ২ লাখ ৮২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ।
ভিয়েতনামে লকডাউন শিথিল করা হয়েছে। খুলেছে প্রাথমিক স্কুলও। স্কুলে প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা দেখা হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ২ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৭০৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৬১৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২৯ হাজার ৭৯১ জন এবং মারা গেছেন ৭৯ হাজার ৫২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৬৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ২৬ হাজার ৬২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ হাজার ৯৩০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২ জন।

এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭০ জন, মারা গেছেন ৩০ হাজার ৫৬০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৪ জন, মারা গেছেন ২৬ হাজার ৩৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৩২৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৭৯ জন, মারা গেছেন ৭ হাজার ৫৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬০৩ জন, মারা গেছেন ৬ হাজার ৬৪০ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৪৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৫৭ জন, মারা গেছেন ৩ হাজার ৭৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬৯১ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ১৬৭ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন, মারা গেছেন ১ হাজার ৯১৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩০৬ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৯৯ জন, মারা গেছেন ১১ হাজার ১২৩ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯৫৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago