ফেনীতে চিকিৎসক-পুলিশ সদস্যসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
ফেনীতে নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা, একজন চিকিৎসা কর্মকর্তা (এমও), স্বাস্থ্য বিভাগের পাঁচ জন কর্মচারী ও দাগনভূঁঞায় একজন পুলিশ সদস্য রয়েছেন। ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিদের সবাইকে নিজ বাসভবনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে।
এর আগে, জেলায় এক জনপ্রতিনিধি ও এক সরকারি কর্মকর্তাসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। ইতোমধ্যে প্রথম আক্রান্ত দুজন ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৬৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিআইটিআইডি ও ভেটেরিনারি থেকে পরীক্ষা শেষে ৪১১ জনের ফল পাওয়া গেছে। বাকি ২৫৫টি নমুনা পরীক্ষাধীন।
করোনা পরীক্ষার ফল পেতে বিলম্বের কারণে অনেকের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
Comments