করোনা উপসর্গ নিয়ে

নরসিংদী থেকে মানিকগঞ্জে গিয়ে শ্রমিকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে ফেরার পর ৩৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিনে তিনি মানিকগঞ্জে ফেরেন। পরে রাতেই তার মৃত্যু হয়।

আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ওই ব্যক্তি নরসিংদীর পলাশ উপজেলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন ধরে সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর রাত ১১টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়।’

‘করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পাওয়ার পর রাতেই ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। তার নমুনা ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতিও চলছে’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আজ দুপুরে স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্যকর্মী ও পুলিশের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি বাড়িসহ পার্শ্ববর্তী দুই বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

উল্লেখ্য, মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সাত জন মারা গেছেন। তাদের মধ্যে মানিকগঞ্জ সদরের তিন জন, ঘিওরে দুই জন, হরিরামপুরে একজন ও সাটুরিয়ায় একজন। তবে, ইতোপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago