দ্রুত স্প্যানিশ লিগ শুরুর পক্ষে নন পিকে

এক সাক্ষাৎকারে স্প্যানিশ লা লিগার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আগামী ১২ জুন থেকে ফের শুরু হতে পারে লি লিগা। সে অনুযায়ী কাজও করে যাচ্ছে লিগ কর্তৃপক্ষ। এছাড়া বেশ কিছু গণমাধ্যমের খবর, ২০ জুন থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লিগ! সবমিলিয়ে লা লিগার ফেরা নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। এমনটা জেনেছেন খেলোয়াড়রাও। তবে তাড়াহুড়ো করে এতো দ্রুত মাঠে খেলা গড়ানোর পক্ষে নন বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকে।
ছবি: এএফপি

এক সাক্ষাৎকারে স্প্যানিশ লা লিগার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আগামী ১২ জুন থেকে ফের শুরু হতে পারে লি লিগা। সে অনুযায়ী কাজও করে যাচ্ছে লিগ কর্তৃপক্ষ। এছাড়া বেশ কিছু গণমাধ্যমের খবর, ২০ জুন থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লিগ! সবমিলিয়ে লা লিগার ফেরা নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। এমনটা জেনেছেন খেলোয়াড়রাও। তবে তাড়াহুড়ো করে এতো দ্রুত মাঠে খেলা গড়ানোর পক্ষে নন বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকে।

মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে কিছুটা কমায় ফলে দেশটির স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় নেমেছে স্পেন সরকার। ফুটবলও মাঠে গড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে। এর মধ্যেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে স্প্যানিশ ক্লাবগুলো। অনুশীলন করলেও এখনই প্রতিযোগিতামূলক ফুটবল চান না পিকে। আরও কিছু দিন অপেক্ষা করার কথাই বলছেন তিনি।

গত মার্চ থেকেই স্থগিত হয়ে আছে স্প্যানিশ ফুটবল। তখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল পিকের দল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছে তারা। ফলে লিগ ভেস্তে গেলে ফ্রান্স ও বেলজিয়ামের পথ অনুসরণ করলে লিগ শিরোপা জিতবে পিকেরাই। কিন্তু এমন শিরোপাও চান না এ কাতালান। মাঠে খেলেই জিততে চান এ তারকা।

সম্প্রতি মোভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেছেন, 'আমি বুঝতে পারছি লা লিগা মৌসুমটি শেষ করতে ইচ্ছুক কারণ এখানে অনেক অংশীদার রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় যদি শিরোপা জিতি তাহলে সেটা হবে কুৎসিত। আমি হ্যাভিয়ারের মুখে শুনেছি যে ১২ জুন থেকে ফের খেলা শুরু হচ্ছে... আমরা অনেক সময় সব কিছু থেকে বিরত থেমেছি এবং আমাদের মনে রাখতে হবে আমাদের ইনজুরি ঝুঁকি এড়িয়ে যেতে হবে। যদি আমি কোন মতামত দিতে পারতাম তাহলে বলব যে, আর কিছু দিন অপেক্ষা করলে খুব ক্ষতি হবে না।'

স্বাস্থ্যবিধি মেনে উপযুক্ত সময়ে মাঠে নামার পক্ষে পিকে। বর্তমানে ব্যক্তিগত অনুশীলনে অভ্যস্ত হতে চান এ তারকা, 'তারা আমাদের সব তথ্য ভালোভাবেই জানাচ্ছে, হ্যাভিয়ার তেবাস এর জন্য অনেক সময় দিয়েছেন। অনেক লোকজনই ভয় পাচ্ছে এবং সবারই ভালো কিছুর জন্য প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করা উচিৎ। এখন গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন করা উচিৎ এবং আমাদের এটাতেই অভ্যস্ত হতে হবে।'

অনুশীলন শুরু করলেও এখনও সতীর্থদের সঙ্গে সেভাবে দেখা হয়নি কারও। মেসির অনুশীলন প্রসঙ্গে পিকে বলেন, 'মাঠে আমার সঙ্গে মেসির সঙ্গে দেখা হয়নি, আমি তার সঙ্গে শুধু মাত্র মোবাইলে কথা বলি। আমি এখনও তাকে অনুশীলনে দেখিনি। তবে পার্কিং লট পার হয়ে যাওয়ার সময়ে তাকে একবার দেখেছিলাম। প্রত্যেক ফুটবলার আলাদা আলাদা মাঠে অনুশীলন করছেন। আমি যে মাঠে অনুশীলন করছি, সেখানে সের্জি রবার্তো ও সের্জিও বুসকেতস করছে, তবে প্রত্যেকেই আলাদা ভাবে।'

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago