গাজীপুরে শতভাগ বেতনের দাবিতে ৩ কারখানার শ্রমিক বিক্ষোভ
শতভাগ বেতনের দাবিতে গাজীপুরের তিনটি পোশাক কারখানার অন্তত আট হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন।
আজ সোমবার গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকায় ডিবিএল গ্রুপের থানবি প্রিন্ট ওয়ার্ল্ড লিমিটেড, কালিয়াকৈর উপজেলার ফার ইস্ট নিট অ্যান্ড ডাইং লিমিটেড এবং শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকার ডেনিম্যাক ডেনিম লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বিক্ষোভকারীরা শতভাগ বেতনের দাবিতে সকাল থেকেই তাদের নিজ নিজ কারখানার সামনে বিক্ষোভ করে। এ সময় কারখানায় উৎপাদন বন্ধ রেখে তারা বিক্ষোভে অংশ নেয়। মহাসড়কে উঠে বিক্ষোভ জানাতে চাইলে শ্রমিকদের বোঝানো হলে তারা নিবৃত্ত হন। দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারীরা কারখানা এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষের ফোন বন্ধ পাওয়া যায়।
Comments