অসহায় মানুষের পাশে মেলবোর্ন প্রবাসীরা, কুড়িগ্রামেও পৌঁছেছে সহায়তা

সারাবিশ্বের মতো অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরাও আতঙ্কে দিন পার করছেন। তবুও, এই মহামারিতে তাদের অনেকে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করছেন। তারা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যাদের ঘরে খাবার নেই, তাদের দিচ্ছেন খাদ্য সহায়তা।
ছবি: সংগৃহীত

সারাবিশ্বের মতো অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরাও আতঙ্কে দিন পার করছেন। তবুও, এই মহামারিতে তাদের অনেকে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করছেন। তারা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যাদের ঘরে খাবার নেই, তাদের দিচ্ছেন খাদ্য সহায়তা।

মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরা এবার বাংলা নববর্ষ উদযাপন করেছে অনলাইনে। আর এর মূল উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরএমআইটি ইউনিভার্সিটির লাইব্রেরি কর্মকর্তা প্রদীপ কুমার রায়। তখনই তারা সিদ্ধান্ত নেন করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষদের জন্য কিছু করার। তারপর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেছেন তারা। এই অর্থ বাংলাদেশের চ্যারিটি সংগঠনের মাধ্যমে ‘না খাওয়া মানুষের জন্য’ পাঠানো হচ্ছে।

এ পর্যন্ত তারা দেশের সাত জেলার অসহায় মানুষের জন্য ১ লাখের বেশি অর্থ সহায়তা দিয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

তাদের পাঠানো সহায়তা কুড়িগ্রামের সারথি পাঠাগারের সহযোগিতায় ৩০ টি দুস্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব পরিবারকে এক সপ্তাহের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাবারের তালিকায় ছিল চাল, ডাল, আলু, আটা, তেল ইত্যাদি। এ ছাড়াও, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিটি পরিবারকে সাবান সরবরাহ করা হয়েছে।

মেলবোর্ন প্রবাসীদের এ উদ্যোগের প্রধান থিম ‘নববর্ষের বাজেটে না খাওয়া মানুষদের জন্য কিছু করি’।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago