পিরোজপুর স্বাস্থ্য বিভাগকে ৬০০ এন-৯৫ মাস্ক দিলো জেলা পরিষদ
করোনাভাইরাস মহামারিকে সবচেয়ে ঝুঁকিতে আছে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের নিরাপত্তার নিশ্চিত করতে পিরোজপুর স্বাস্থ্য বিভাগকে ৬০০ এন-৯৫ মাস্ক দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ।
আজ সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকীর কাছে এগুলো হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, জেলা পরিষদ থেকে পাওয়া মাস্কগুলো স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষিত রাখবে। তারা এগুলো ব্যবহার করে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে পারবেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান জানান, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কাজ আরও সহজ করতে জেলা পরিষদ আরও উদ্যোগ নেবে। শিগগির জেলার প্রতিটি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার জন্য একটি করে বুথ তৈরি করে দেওয়া হবে।
Comments