নেত্রকোনায় ইউএনও, ওসিসহ ১১ ও ময়মনসিংহে ডাক্তার-নার্সসহ ১৬ জনের করোনা শনাক্ত

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি জানান, আক্রান্ত ১১ জনের মধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ছয় জন, বারহাট্টা উপজেলার তিন জন, মদনের একজন ও আটপাড়া উপজেলার একজন আছেন। নেত্রকোনা জেলায় এ নিয়ে ৮৭ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নয় স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত নয় স্বাস্থ্যকর্মীর মধ্যে দুই চিকিৎসক ও দুই নার্স আছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২২৯ জনের মধ্যে ১৩২ জনই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসক আছেন।

Comments

The Daily Star  | English

Bangladeshi killed in Israeli airstrike in Lebanon’s Beirut

Mohammad Nizam, 31, died at 3:23pm in Hazmiye area of Beirut, according to a social media post of Bangladesh embassy in Lebanon

1h ago