কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ১০০ ঘর
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়াঘোনায় অবস্থিত এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের প্রায় একশত ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া, রামু, টেকনাফ ও কক্সবাজারের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে
Comments