মিরপুরে বেতন-বোনাসের দাবিতে ২ গার্মেন্টেসের শ্রমিকদের বিক্ষোভ

Mirpur Garments
রাজধানীর মিরপুরে শাহ আলী এলাকায় দুটি গার্মেন্ট কারখানায় কয়েক শ শ্রমিক বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। ১২ মে, ২০২০। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে শাহ আলী এলাকায় দুটি গার্মেন্ট কারখানায় কয়েক শ শ্রমিক আজ মঙ্গলবার সকালে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে স্থানীয় দুটি গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। মালিকপক্ষ এখন তাদের সঙ্গে আলোচনা করছে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, ‘গার্মেন্টস যখন বন্ধ ছিল সে সময়ের জন্য মালিকপক্ষ ৬০ শতাংশ বেতন দিতে রাজি হয়েছে। কিন্তু শ্রমিকরা শতভাগ বেতন দাবি করছেন। তারা বোনাসেরও দাবি করছেন। এসব বিষয় নিয়েই মূলত শ্রমিক-মালিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।’

গার্মেন্টস শ্রমিকদের দাবি, তারা চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে।

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago