খাওয়ার জন্য ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর, সাবেক আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
সিলেট জেলা ছাগল উন্নয়ন খামার থেকে খাওয়ার জন্য ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার এ হামলার ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম।
সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ১০ জন অজ্ঞাত আসামি রয়েছেন। এর মধ্যে কনক পাল নামের একজনকে আটক করা হয়েছে।
আটক কনক পাল সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক।
গতকাল দুপুরে হামলার পর প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রাণিসম্পদ কার্যালয়ে এসে খামারে প্রজননের জন্য রাখা পাঁঠা জাতীয় একটি ছাগল খাওয়ার জন্য নিতে চাইলে আমরা মানা করি। তাদের বলা হয়, এ ছাগল কেবলমাত্র প্রজননের উদ্দেশ্যে খামারিদের দেওয়া হয়, খাওয়ার জন্য দেওয়ার কোনও সুযোগ নেই। তখন তারা আমাদের সঙ্গে বাজে ব্যবহার করেন।’
‘পরে জেলা আওয়ামী লীগের নেতা রঞ্জিত সরকার আসার পর তিনিও ছাত্রলীগের সেই সব কর্মীদের সঙ্গে যোগ দিয়ে আমাদের হুমকি দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করেন।’
আরও পড়ুন:
খামারের ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা
Comments