দ্য ডেইলি স্টারের সাংবাদিক করোনায় আক্রান্ত

The Daily Star logo

দ্য ডেইলি স্টারের একজন সাংবাদিকের আজ মঙ্গলবার করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। তরুণ এই সাংবাদিক এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বাসায় অবস্থান করে কাজ করছেন।

ধারণা করা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নিজ বাসার কাছাকাছি মুদির দোকান কিংবা কাঁচাবাজারে গেলে সেখান থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

তিনি বলেন, ‘আমার ও আমার স্ত্রীর গত কদিন থেকে কাশি হচ্ছে। এজন্য গত রোববার আমরা কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেই।’

তিনি আরও বলেন, ‘আইইডিসিআর আজ মঙ্গলবার এক ই-মেইলে আমাকে জানিয়েছে যে আমার ও আমার স্ত্রীর কোভিড-১৯ পজিটিভ। আমরা এখন চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছি। এখন পর্যন্ত আমরা শুকনো কাশি ছাড়া আর কোনো বড় জটিলতায় ভুগছি না।’

দ্য ডেইলি স্টার এই সাংবাদিক ও তার পরিবারের সব প্রয়োজনে পাশে আছে।

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দ্য ডেইলি স্টার গত ১৫ এপ্রিল থেকে সব বিভাগের কর্মীদের নিজ বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করেছে।

ঘরে থেকে কাজ করার মাধ্যমেই পত্রিকাটির প্রিন্ট ও অনলাইন সংস্করণ প্রকাশিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

1h ago