ঠাকুরগাঁওয়ে কিশোরগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জফেরত ৩৬ বছর বয়সী এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জফেরত ৩৬ বছর বয়সী এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘আক্রান্ত যুবক গত ৯ মে কিশোরগঞ্জ থেকে ফেরেন এবং সেদিন থেকেই তিনি উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।’

‘ওইদিনই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গতকাল সন্ধ্যায় ফল পজিটিভ আসে। গতকাল রাতেই তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে, তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই’, বলেন তিনি।

আজ দুপুরে আক্রান্তের বাড়ি উপজেলার ভাকুড়া গ্রামে যান ইউএনও। সেখানে আক্রান্তের তার পরিবারসহ আশপাশের পরিবারের সদস্যদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে অনুরোধ করেন তিনি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ সকালে নতুন করে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৮৮৫ জনের নমুনা পাঠানো হল। এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৮০২ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছেন ২৫ জন। তাদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Comments