কৌতিনহো ছিল লিভারপুলের মেসি, বললেন সাবেক বার্সা তারকা

coutinho
ফিলিপ কুতিনহো। ছবি: এএফপি

লিভারপুলে থাকতে কী অসাধারণ ফুটবলই না খেলতেন ফিলিপ কৌতিনহো। দলের প্রাণভোমরাই ছিলেন তিনি। কিন্তু বার্সেলোনায় যাওয়ার পরই সব যেন বদলে যায়। শুরুর দিকে কিছুটা ভালো খেললেও ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। এক সময়ে একাদশেও জায়গা হারান। এমন জাদুকরী একজন খেলোয়াড়ের এমন পরিবর্তনে অবাক ফুটবলবিশ্ব। তবে এর কারণ ব্যাখ্যা করে নিজের যুক্তি তুলে ধরেছেন বার্সেলোনার সাবেক ডাচ তারকা ফ্রান্স ডি বোয়ের।

সাম্প্রতিক সময়ে টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি বোয়ের বলেছেন, 'আমার মনে হয় কৌতিনহো এমন একজন খেলোয়াড় যার সবই ছিল, লিভারপুলে সব বলই তার কাছে যেত। সে অনেক কম কাজ করতো ঠিক যেমনটা বার্সেলোনায় এখন মেসি করে। তারপরও আপনারা দেখছেন কীভাবে সব কাজ হয়ে যায়, অনেকটা মেশিনের মতো।'

'কিন্তু যদি দুইজন একই ধরনের খেলোয়াড় হয় যারা সব বল চায় তাহলে তাদের দলে সে অবস্থান থাকতে হবে। তারপর আপনি দেখবেন দল কতোটা দুর্বল হয়ে পড়ে। আমরা যেটা বার্সেলোনায় দেখেছি, সেখানে বর্তমানে একজনই করতে পারে, সে হলো মেসি। দলটি মানিয়ে নিচ্ছিল এবং যদি দুই জন খেলোয়াড়কে মানিয়ে নিতে চেষ্টা করেন তাহলে এটা অনেক কঠিন।' - নিজের যুক্তি উপস্থাপন করে আরও বলেন ডি বোয়ের।

বার্সেলোনায় পারেননি বলে কৌতিনহোকে খারাপ খেলোয়াড় মানতে নারাজ এ ডাচ তারকা, 'আমার মনে কৌতিনহো অবিশ্বাস্য একজন খেলোয়াড় কিন্তু মাঝেমধ্যে সে ধাঁধার মধ্যে মানায় না। হয়তো অন্য কোনো ক্লাবে সে এটা ঠিকভাবে করতে পারবে। এর মানে সে খারাপ খেলোয়াড় নয়। এর মানে এই নয় যে তুমি বার্সেলোনায় পারছ না বলে তুমি মহান খেলোয়াড় নও, না।'

কেন পারছেন না এ ব্রাজিলিয়ান, তার যুক্তি দিয়ে আরও বলেন, 'মাঝেমাধ্যে তোমার খেলার ধরণ মিলতে নাও পারে কিংবা দুর্ভাগ্যও থাকতে পারে। দুর্ভাগ্য বলব না, পাশে মেসি আছে যে তার কাজ করে যাচ্ছে। তাই তোমাকে অন্য কাজ করতে হবে এবং এটা হয়তো তার জন্য না খাপ খেতে পারে। এটা কৌতিনহোর জন্য লজ্জার কিছু নেই। আমার মনে হয় সে সব ঠিক করে ফেলবে।'

উল্লেখ্য, ২০১৮ সালের শীতকালীন দলবদলে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কৌতিনহোকে কিনেছিল বার্সেলোনা। এ ক্লাবের হয়ে সবমিলিয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন এ ব্রাজিলিয়ান। তাতে গোল করেছেন ২১টি। দলের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা। বর্তমানে ধারে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন তিনি। সেখানেও শুরুতে নিজের ঝলক দেখিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে আবারও ম্লান হয়ে যান। এক পর্যায়ে হারিয়ে ফেলেন নিজের জায়গা। যে কারণে ক্লাবটির তাকে কিনে নেওয়ার সুযোগ থাকলেও সে পথে হাঁটবে না বলে জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago