‘অধ্যাপক আনিসুজ্জামানের মেডিকেল রিপোর্ট সন্তোষজনক’

অধ্যাপক আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন আছেন।

সেখানে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৭ এ্রপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, গত শনিবার বাবাকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আগের মতোই আছে।

৮৩ বছর বয়সী এই এমিরেটাস অধ্যাপক হৃদরোগ ছাড়াও কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন আনন্দ।

অসুস্থতার কারণে বরেণ্য এই শিক্ষাবিদ এপ্রিলের শুরুতে এক সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।  

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক আনিসুজ্জামান, শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো এবং ইউনিভার্সিটি অব লন্ডনের কমনওয়েলথ অ্যাকাডেমিক স্টাফ ফেলো।

তিনি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও ইউনিভার্সিটি অব প্যারিস, নর্থ ক্যারালাইনা স্টেট ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন।

শিক্ষায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পদক দেওয়া হয়েছে তাকে।

বাংলা শিক্ষা ও সাহিত্যে তার অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন এই শিক্ষাবিদ।

১৯৩৭ সালে ভারতের কলকাতায় জন্ম নেন অধ্যাপক আনিসুজ্জামান। ১৯৪৭ এ দেশভাগের পর তার পরিবার বাংলাদেশে চলে আসে। 

Comments

The Daily Star  | English

Three more advisers sworn in

The new advisers are Mahfuj Alam, special assistant to the chief adviser, renowned filmmaker Mostofa Sarwar Farooki, and Sk Bashir Uddin, managing director of AkijBashir Group

2h ago