বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর ১টায় শহরের বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয়ের সামনে ফকির গার্মেন্টস, ফাহিম অ্যাপারেলস ও আলপাইন নিট ফেবরিক্স লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ দেখান।
এর আগে সকাল ১১টা থেকে চাষাঢ়া শহীদ মিনারে পোশাক কারখানাগুলোর শ্রমিকেরা জড়ো হতে শুরু করে্ন। তারা সেখান থেকে মিছিল করে শহরের বঙ্গবন্ধু সড়ক ঘুরে বিকেএমইএর কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।
ফকির গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা জানান, ‘কোন ঘোষণা ছাড়া ৬০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভে যোগ দিয়েছেন।’
ফাহিম অ্যাপারেলস এর শ্রমিকেরা জানান, ‘কারখানার ১২০ জন শ্রমিকের মধ্যে কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও অর্ধেকের বেশি শ্রমিক বেতন পায়নি।’
আলপাইন নিট ফেবরিক্স লিমিটেডের শ্রমিকেরা জানান, ‘২৫০ থেকে ৩০০ জন শ্রমিকের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন না দিয়ে টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছে।’
শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফকির গার্মেন্টসের শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে মালিকপক্ষ, শ্রমিক ও শ্রমিক নেতাদের যৌথ বৈঠক চলছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মালিকপক্ষ। এছাড়া ফাহিম অ্যাপারেলস ও আলপাইন নিট গার্মেন্টেস শ্রমিকদের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার পরিশোধ করা হবে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শিল্প পুলিশ আশ্বাস দিয়েছে।’
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, ‘ফাকির গার্মেন্টসে ছাঁটাইয়ে বিষয়ে সমাধানে বৈঠক চলছে। ফাহিম অ্যাপারেলসের শ্রমিকেরা এপ্রিল মাসের বেতন দাবি করছে। যেহেতু কারখানাটি মার্চ মাস থেকে বন্ধ তাই মালিকপক্ষ বেতন দিতে পারবে না জানিয়েছে। আর আলপাইন নিট গার্মেন্টসের শ্রমিকদের মূলত মার্চ মাসের বেতন বকেয়া। এর মধ্যে ৯০ জন শ্রমিক মোবাইলে বেতন আজকেই পেয়ে যাবে। আর অন্য শ্রমিকরা বেতন পাবেন বৃহস্পতিবার। এ আশ্বাসে শ্রমিকেরা বাসায় ফিরেছে।’
এ বিষয়ে জানতে ফাহিম অ্যাপারেলসের চেয়ারম্যান মো. শাহিন, আলপাইন নিট ফেবরিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার ও ফকির গার্মেন্টসের নির্বাহী পরিচালক শ্যামলের মোবাইলে একাধিকবার ফোন ও দ্য ডেইলি স্টার পরিচয়ে এসএমএস পাঠানো হলেও তাদের কেউ সাড়া দেননি।
Comments