নেত্রকোণায় গৃহকর্মী হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোণার মোহনগঞ্জে গৃহকর্মীকে হত্যার অভিযোগে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, গত ৯ মে বিকেলে চেয়ারম্যানের বাসার পেছনে একটি গাছ থেকে গৃহকর্মী মারুফা আক্তার (১৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১১ এপ্রিল) মারুফার মা আকলিমা আক্তারের করা মামলার পর ওইদিন রাতেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, চেয়ারম্যানের পৌর শহরের বাসায় মারুফা দুবছর ধরে কাজ করে আসছিল বলে জানিয়েছে মারুফার মা।
আকলিমার অভিযোগ নির্যাতন করে মারুফাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে চেয়ারম্যান ও তার লোকজন।
তবে চেয়ারম্যানের দাবি মারুফা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
মরদেহ ৯ মে রাতে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মারুফাকে হত্যা করা হয়েছে কিনা।
Comments