নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীসহ আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোর কিপার (৩৫), বেগমগঞ্জে ব্র্যাক কর্মী (৩০) ও চাটখিল উপজেলার ৯ বছরের এক শিশুসহ আট জনের করোনা শনাক্ত হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রিয়াজ উদ্দিন জানান, করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডের তিনটি ভবন লকডাউন করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, উপজেলার পৌর হাজীপুরে এক যুবক, দুর্গাপুর ইউনিয়নের এক গাড়িচালক, লক্ষ্মীনারায়ণপুর এলাকার এক ওষুধের দোকানের কর্মচারী ও চৌমুহনীতে ব্র্যাকের এক কর্মীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসাইন জানান, উপজেলার দেলিয়াই ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক (৪২) ও তার ৯ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়েছে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬ জন। এদের মধ্যে সদর উপজেলায় আট জন, হাতিয়ায় পাঁচ জন, বেগমগঞ্জে ২৪ জন, সোনাইমুড়ীতে ১০ জন, চাটখিলে পাঁচ জন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে একজন ও কবিরহাটে দুই জন রয়েছে।
Comments