করোনা আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধের মৃত্যু

Deadbody_Corona
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পর্যবেক্ষণের পর তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। তার নমুনা সংগ্রহ করে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা আগামীকাল জানা যাবে।’

এ প্রসঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ধর্মীয় নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে। সদর উপজেলার বংখুরী গ্রামে তার বাড়ি লকডাউন করা হবে।’

গত সোমবার মারা যাওয়া ইটভাটার শ্রমিক করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি নরসিংদী থেকে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মানিকগঞ্জে এসেছিলেন।

করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলায় চার জন, ঘিওরে দুই জন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় দুই জন।

Comments

The Daily Star  | English

Dalai Lama says he will have successor after his death

According to Tibetans, he is the 14th reincarnation of the Dalai Lama

12m ago