প্রণোদনার দাবিতে সিরাজগঞ্জে কিন্ডারগার্টেনের শিক্ষকদের মানববন্ধন

স্কুল বন্ধের সময়টাতে সরকারি প্রণোদনার দাবিতে সিরাজগঞ্জে কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

স্কুল বন্ধ থাকার সময়টাতে ৭ হাজার টাকা মাসিক প্রণোদনা ভাতা দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী সামাজিক দূরত্ব মেনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা রেলওয়ে স্টেশন চত্বরেই প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে যান।

কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহবায়ক বরকতুলাহ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে সিরাজগঞ্জের প্রায় ৭০০ কিন্ডারগার্টেন। এতে ১০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। কিন্ডারগার্টেনের মালিকরাও অর্থসংকটে পড়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, বাড়িভাড়া দিতে পারছেন না।

শিক্ষার্থীদের বেতনের ওপর নির্ভর করে এসব প্রতিষ্ঠান চলে। দুই মাস ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন আদায়ও সম্ভব হচ্ছে না। করোনার দুর্যোগকালে কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই বন্ধের সময়টায় শিক্ষক-কর্মচারীদের মাসিক ৭ হাজার টাকা বেতন, রেশনের ব্যবস্থা, স্কুল ভবনের ভাড়া মওকুফ ও স্বল্প সুদে ঋণের দাবি জানান তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মানববন্ধনের অনুমতি তাদের ছিল না। এ কারণে তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English
CSA to be repealed

CSA to be repealed within a week: Nahid Islam

About the election, Nahid said an election based on national consensus will be held after completing all necessary reforms.

2h ago